ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে চরম ঝুঁকির মধ্যে পড়েছে ভারতের শিক্ষার্থীরা। সম্প্রতি হামলায় এক শিক্ষার্থী নিহত এবং আরও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষার্থীদের উদ্ধার করে নিজ দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন অপারেশন গঙ্গার প্রতিনিধিরা।
সর্বশেষ ইউক্রেন থেকে আরও ১৮৩ শিক্ষার্থী ভারতে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক সেনা প্রধান জেনারেল ভি কে সিং। রোববারের (৬ মার্চ) মধ্যে দুই হাজার দুশো ভারতীয় শিক্ষার্থী দেশে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন ভি কে সিং। মন্ত্রী জানান, সরকার সংঘাতপূর্ণ এলাকা থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করছে। অপারেশন গঙ্গা হ্যাশট্যাগ দিয়ে টুইটারে এসব তথ্য জানান তিনি। স্থানীয় সময় শনিবার কিয়েভে ভারতীয় দূতাবাস দাবি করে যে ইউক্রেনের পিসোচিন শহর থেকে সব নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।
ভি কে সিং শিক্ষার্থীদের উদ্ধার করতে বিশেষ অভিযানে এখন ইউরোপে অবস্থান করছেন। অপারেশন গঙ্গায় যে চার মন্ত্রীকে পাঠানো হয়েছে, জেনারেল ভি কে সিং তার অন্যতম। রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ডের সীমান্তে পৌঁছেছে ভারতের একাধিক প্লেন।