মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ১০

ঢাকা টাইমস প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ১২:৩২

মাদারীপুরে নির্বাচনী পরবর্তী বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কাওসার দর্জী (২৫) নামে এক যুবক মারা গেছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরো ১০ জন। শনিবার রাত ৮টার দি‌কে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটে।


নিহত কাওসার দর্জি উত্তর ঝিকরহাটি এলাকার ইদ্রিস দর্জীর ছেলে। মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, গুরুতর যখম অবস্থায় কাওসার দর্জী নামে এক যুবক হাসপাতালে ভর্তি হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরা‌তে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে ইকবাল দর্জী ও আলিম দর্জী প্রতিদ্বন্দ্বিতা করেন।


নির্বাচনে ইকবাল দর্জী জয়লাভ করে। নিহত কাওসার দর্জী ইকবাল দর্জীর সমর্থক ছিলেন। শ‌নিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিম দর্জীর সমর্থক ও ইকবাল দর্জীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও হাত বোমা বিস্ফোরণ করেন হামলাকারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us