ইউক্রেইনে আগ্রাসনের জবাবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মিছিলে এবার যোগ দিল ভিসা ও মাস্টারকার্ড।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আমেরিকার এ দুটি কোম্পানি শনিবার সন্ধ্যায় ঘোষণা দিয়েছে, আপাতত রাশিয়ায় সেবা বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে তারা।
এর ফলে রুশ ব্যাংকগুলো থেকে ইস্যু করা ভিসা বা মাস্টারকার্ড দিয়ে অন্য দেশে লেনদেন করা যাবে না। অন্য কোনো দেশে ইস্যু করা কার্ডের মাধ্যমে রাশিয়ার কোনো কোম্পানিগুলো থেকে পণ্য বা সেবাও কেনা যাবে না।