নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে। অন্য চার নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।
শপথ গ্রহণের পর নতুন কমিশন কার্যভারও গ্রহণ করেছে। এই কমিশনের অধীনেই দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার চ্যালেঞ্জ সামনে রেখে কমিশন কাজ শুরু করেছে।