অনেক দশক আগে থেকেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে নারকেল তেল। ত্বকের বিভিন্ন সমস্যার চটজলদি সমাধান করতে অত্যন্ত উপকারী একটি উপাদান হল নারকেল তেল। শুধু ত্বক নয়, চুল এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে নারকেল তেলের ভূমিকা গুরুত্বপূর্ণ।রাত্রিকালীন রূপরুটিনে অনেকেই ময়েশ্চারাইজার হিসাবে ত্বকে নারকেল তেল মেখে থাকেন।
চোখের নীচের ফোলা ভাব, ত্বকের বলিরেখা, মেচেতা দূর করতেও নারকেল তেল বেশ উপকারী। এমনকি,মেকআপ তুলতেও অনেকে নারকেল তেল ব্যবহার করে থাকেন। কেউ কেউ আবার নাইটক্রিম হিসাবে ব্যবহার করেন নারকেল তেল। লরিক অ্যাসিড সমৃদ্ধ নারকেল তেল ত্বকের কোলাজেন বৃদ্ধি করে।
এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ত্বকের বিভিন্ন সংক্রমণ দূর করে।