You have reached your daily news limit

Please log in to continue


রুশ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি জব্দ

জার্মান কর্তৃপক্ষ ৬০ কোটি মার্কিন ডলারের একটি বিলাসবহুল প্রমোদতরি (সুপার ইয়ট) জব্দ করেছে। জার্মানির হামবুর্গ শহরের শিপইয়ার্ড থেকে প্রমোদতরিটি জব্দ করা হয়। এটির মালিক রাশিয়ান ধনকুবের আলিশার উসমানোভ। উসমানোভ রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। খবর দ্য গার্ডিয়ান অনলাইনের।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়ন যেসব রুশ ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাঁদেরই একজন উসমানোভ।

প্রমোদতরি নির্মাণশিল্পের তিনটি সূত্রের বরাতে মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ জানিয়েছে, দিলবার নামের আলিশার উসমানোভের ১৫৬ মিটার, অর্থাৎ ৫১২ ফুট লম্বা ওই প্রমোদতরির মূল্য ৬০ কোটি ডলার। ওজনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম মোটর ইয়ট হিসেবে বিবেচিত। বুধবার জার্মান কর্তৃপক্ষ প্রমোদতরিটি জব্দ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন