ব্যস্ততার কারণে অনেকেই সঠিক সময়ে গোসল করতে পারেন না। তাই কেউ রাতে আবার কেউ কেউ বিকেলে গোসল করেন। অনেকেই আবার ব্যস্ততার কারণে খাওয়ার পর পরই গোসল করেন। যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
খাবার খাওয়ার পরে পেটের উত্তাপ কয়েক ডিগ্রি বেড়ে যায়। এসময় খাবার হজম করতে অনেকটা রক্ত পেটের আশপাশে জমা হয়। এই অবস্থায় গোসল করলে শরীর সংশয়ের মধ্যে পড়ে যায়। তাই খাবার ভালো করে হজম হয় না।