জেলা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁদের নিয়োগ দিয়েছেন। এই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমের কাছে বলেছেন, ‘ভোটারদের ভোটমুখী করাই নতুন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।’ ভোটের প্রতি মানুষ যে কিছুটা বিমুখ হয়েছে, সেটা এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে। মানুষের এই ভোটবিমুখতার নিশ্চয়ই কারণ আছে। সেই কারণগুলো দূর করে মানুষকে ভোটমুখী করার কাজে নির্বাচন কমিশনের সফলতা আমরা কামনা করছি।