রাতের অন্ধকারে কিভের একটি তিনতলা আবাসনের বেসমেন্টে জেগে এক দল তরুণ-তরুণী। যুদ্ধকালীন গতিতে তৈরি করে চলেছেন মলোটভ ককটেল।
শুধুমাত্র রাজধানী কিভই নয়। গোটা ইউক্রেন জুড়ে লোকজনের হাতে হাতে ঘুরছে এই ককটেল। রাশিয়ানদের ঠেকাতে ইউক্রেনীয়দের নয়া অস্ত্র!
না! এটি কোনও পানীয় নয়। বরং বোতলবন্দি দাহ্য তরল। একটি কাপড়ের টুকরো দিয়ে ওই বোতলের মুখ বন্ধ করা থাকে। প্রয়োজনে সেই কাপড়ের টুকরোয় আগুন ধরিয়ে জ্বলন্ত বোতল ছুড়ে ঘায়েল করা যায় শত্রুপক্ষকে। খানিকটা বোতল-বোমার মতো এই অস্ত্রেই কিভের রাস্তায় রাশিয়ার একাধিক ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছেন স্থানীয়রা।