ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশবাসী মনে করে না যে নবগঠিত নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে জনগণের চাহিদা অনুযায়ী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পারবে।
তিনি বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করে আওয়ামী লীগ সরকার নিজেদের খেয়াল খুশি মতো যে নির্বাচন কমিশন গঠন করেছে, তারা অতীতের কমিশনের মতোই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে। এটি বলার অপেক্ষা রাখে না।