প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনাধীন রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেন আক্রমণ এবং বর্তমান চলমান যুদ্ধের জন্য বিশ্বের অন্যতম প্রধান পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে দায়ী করেছে আন্তর্জাতিক তথ্যাভিজ্ঞ মহল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির দুর্বল নেতৃত্ব, কূটনীতি ও সময়োচিত পদক্ষেপের অভাবেই এ যুদ্ধের সূচনা হয়েছে বলে অভিযোগ করেছে তারা। ইউরোপের দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের সমস্যা ও সংকট নিরসনে ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়ন কোনো সময়োচিত শক্তিশালী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ অভিযোগ উত্থাপন করেছেন কৃষ্ণসাগরের দক্ষিণ তীরে অবস্থিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
এ বিষয়টি বারবার পশ্চিমা শক্তি ও ন্যাটোর নজরে আনা সত্ত্বেও তারা অতীতে সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে বলে প্রেসিডেন্ট এরদোয়ান উল্লেখ করেছেন। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন কিংবা ন্যাটোর সদস্য না হওয়ার কারণে তারা এ দেশটিকে কোনো সামরিক সাহায্য দেওয়ার ক্ষেত্রে তাদের অপারগতার কথা উল্লেখ করে রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য ‘কঠিন অবরোধ জারি’র হুমকি-ধমকি দিয়ে গেছে বরাবর। তাতে থেমে থাকেননি ‘রুশ সম্রাট পুতিন’।