ইউরোপে নাগরিকত্বের জন্য রেকর্ডসংখ্যক বাংলাদেশির আবেদন

ঢাকা টাইমস প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৮

২০২১ সালে প্রায় ২০ হাজার বাংলাদেশি ইউরোপে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। ২০১৪ সাল থেকে এই পরিসংখ্যান প্রকাশের পর থেকে এটি বাংলাদেশিদের সর্বোচ্চ আবেদনের রেকর্ড। অবশ্য এর মধ্যে ৯৬ শতাংশ আবেদনই বাতিল হয়েছে। কোনো দেশের নাগরকি নিজ দেশে বর্ণ, ধর্ম, জাতীয়তা, রাজনৈতিক কারণে কেউ নির্যাতনের শিকার হলে বা কারো জীবন হুমকির মুখে থাকলে তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউরোপের দেশগুলোতে সুরক্ষা চেয়ে আবেদন করতে পারেন।


ইইউএএ-র প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের তুলনায় গত বছর বাংলাদেশিদের আশ্রয় আবেদন ৭৭ শতাংশ বেড়েছে। ২০২১ সালের শেষের দিকে বেশিরভাগ আশ্রয় আবেদন জমা পড়েছে। প্রতি ১০টির মধ্যে ৯টি ছিল প্রথমবারের মতো আবেদন। উল্লেখ্য, প্রথমবার কারোর আবেদন প্রত্যাখ্যাত হলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা পুর্নবিবেচনার আবেদন করতে পারেন আশ্রয়প্রার্থীরা।


অপ্রাপ্তবয়স্কেও রেকর্ড সংখ্যক বাংলাদেশির আবেদন ইইউএএ-র প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে ২৭ হাজার ৩০০ জন আশ্রয় আবেদনকারী তাদেরকে ‘অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক’ হিসেবে দাবি করেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us