বাহুমূলের নিচের অংশ স্বাভাবিক রাখতে প্রাকৃতিক উপাদান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫

কালচেভাব অস্বস্তিকর। অথচ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রাকৃতিক উপাদানে কালচেভাব দূর করা যায়। এই বিষয়ে ‘রেড বিউটি স্যালন’য়ের কর্ণধার ও রূপবিশেজ্ঞ আফরোজা পারভীন বলেন, “কালচেভাব দূর করার জন্য সপ্তাহে কেবল দুএকদিন পদক্ষেপ নিলে চলবে না। নিয়মিত এর যত্ন নিতে হবে ও প্যাক ব্যবহার করতে হবে।”


সপ্তাহে এক এক দিন একএক রকম প্যাক ব্যবহার করলে একঘেয়েমি লাগবে না। এবং কাজও হবে।


*টক দই, হলুদের গুঁড়া ও কাগজি লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে বগলে ব্যবহার করতে হবে। ২০ মিনিট অপেক্ষা করে আলতো মালিশ করে ত্বকে ধুয়ে ফেলতে হবে।


*পানি দিয়ে বাহমূল ভালো মতো পরিষ্কার করে তাতে ফিটকিরি মালিশ করতে হবে। দশ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে তা ধুয়ে ফেলতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us