শৈশবে খুবই দুরন্ত ছিলেন। একাই সারা বাড়ি মাতিয়ে রাখতেন। বাসায় খেলনা দিয়ে নিজেই সাজতেন বিক্রেতা, নিজেই ক্রেতা। কাগজ দিয়ে বানাতেন টাকা। আবার গামলা দিয়ে বানাতেন গাড়ি। নিজেই চালক, নিজেই হতেন যাত্রী। নিজের কাছেই গাড়ির ভাড়া চাইতেন। সারা দিন অভিনয় করে খেলা সেই তরুণের বিন্দুমাত্র আগ্রহ ছিল না ক্যামেরার সামনে। সেই তরুণ এখন দেশের জনপ্রিয় অভিনেতা। মা–বাবার পথেই হাঁটছেন।
অনেক দিন ধরেই ফেসবুক একটি স্থির ছবি ঘুরছে। অভিনয়শিল্পী অপি করিম ও ইন্তেখাব দিনারের কাছে ফুল বিক্রি করছে শিশু। এটি একটি নাটকের দৃশ্য। কিন্তু চেনা যায় না পাশের শিশুটি কে। সেই ছবি নিয়ে কথা হলো নাটকটির অভিনেতা ও পরিচালক নরেশ ভূঁইয়ার সঙ্গে। পরে কথা হলো নরেশ ভূঁইয়ার স্ত্রী অভিনেত্রী শিল্পী সরকার। নাটকটির নির্মাতা ও রচনা তাঁদেরই।