মাথায় কোঁকড়া চুল। গায়ে হাফহাতা শার্ট। পরনে কালো প্যান্ট। যদি না জানা থাকে এই ছবি কোন সিনেমার সেটে তোলা কিংবা এই চেহারা কার? তবে বোঝা বড় মুশকিল, তিনি কে?
মার্কিন প্যারোডি গায়ক, রেকর্ড প্রডিউসার উইয়ার্ড আল ইয়াঙ্কোভিচের জীবনীভিত্তিক ছবি হচ্ছে। সেই ছবির সেটেই ইয়াঙ্কোভিচ হিসেবে ধরা দিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ। ‘হ্যারি পটার’খ্যাত এই অভিনেতাকে চেনাই যায় না, এমনই মেকআপ আর গেটআপ নিয়েছেন তিনি।
লস অ্যাঞ্জেলেসে চলতি মাসের শুরুর দিকে শুরু হয়েছে ‘উইয়ার্ড: দ্য আল ইয়াঙ্কোভিচ স্টোরি’ ছবির শুটিং। তাঁর চরিত্রে ‘হ্যারি পটার’খ্যাত তারকা অভিনয় করছেন বলে ৬২ বছর বয়সী ইয়াঙ্কোভিচ নিজেও রোমাঞ্চিত। ইয়াঙ্কোভিচ বলেন, এই চরিত্রে ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে মনে রাখবে, এতে কোনো সন্দেহ নেই।