সইফ আলি খান এবং করিনা কপূর খানের মুম্বইয়ের বাড়ির অন্দরসজ্জা সত্যিই নজরকাড়া। বিলাসবহুল সেই বাড়ির সজ্জায় রয়েছে আভি়জাত্যের ছোঁয়া। তারকা জুটির চারতলা বাড়িটির অন্দরসজ্জা করেছেন দর্শিনী শাহ। করিনার ইনস্টাগ্রামে প্রায়ই দেখা যায় সেই বাড়ির ঝলক, যাতে রয়েছে পাশ্চাত্য এবং ভারতীয় সাজের মেলবন্ধন।
দম্পতির বসার ঘরটি বেশ বড়। দেওয়ালের রং সাদা। ঘরের সঙ্গে লাগোয়া ছাঁদ, যা ঘরের পরিবেশ আরও খোলামেলা করেছে। ঘর ও ছাঁদের মাঝে রয়েছে বিরাট কাঁচের জানালা। ঘরের মেঝেতে কাঠের ফ্লোরিং। ঘরের কোণে রয়েছে সবুজের ছোঁয়া।
শরীরচর্চার বিষয় বরাবরই খুঁতখুতে অভিনেত্রী। তাই নিজের বাড়িতে একটা গোটা ঘর বরাদ্দ করেছেন শরীরচর্চা ও যোগাভ্যাস করার জন্য। খোলামেলা সেই ঘরেও খুব বেশি রঙের ছোঁয়া নেই। দেওয়ালে রয়েছে বেশ কয়েকটি ছবি।