বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারে কুতুবদিয়া উপকূলের ২৯ জেলে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন বলে দাবি ট্রলার মালিক কর্তৃপক্ষের। ভারতের বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে ট্রলার মালিক সমিতি।
জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি সাগরে ঘন কুয়াশার কবলে পড়ে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে বাংলাদেশের তিনটি মাছ ধরার ট্রলার। ভারতীয় জলসীমায় ঢুকে গেলে ওই দেশের কোস্টগার্ড তিনটি নৌকা ও ৮৮ জেলেকে আটক করে।