ব্যাংকের পাশাপাশি এখন থেকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানও মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবার (এমএফএস) জন্য সাবসিডিয়ারি বা সহযোগী কোম্পানি খুলতে পারবে। তবে আগের মতোই মূল প্রতিষ্ঠানের নূ্যনতম শেয়ার থাকতে হবে ৫১ শতাংশ। মঙ্গলবার জারি করা বাংলাদেশ ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) রেগুলেশন্স-২০২২ এ নতুন বিধান সংযুক্ত করা হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থেকে সাবসিডিয়ারি হিসেবে 'নগদ' এর এমএফএস সেবা দেওয়ার পথ তৈরি হলো।
এতদিন ২০১৮ সালের রেগুলেশন্স বা প্রবিধানমালার আলোকে এমএফএস কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এতদিন শুধু ব্যাংকের নেতৃত্বে এমএফএসের সাবসিডিয়ারি কোম্পানি খোলার সুযোগ ছিল, যা 'ব্যাংক লেড মডেল' হিসেবে বিবেচিত। নতুন রেগুলেশন্সে আগের মতোই এ ধরনের সাবসিডিয়ারি কোম্পানির নূ্যনতম পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা। নেতৃত্বে থাকার সুযোগ না থাকলেও এ ধরনের সাবসিডিয়ারিতে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এমআরএ অনুমোদিত ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান যুক্ত হওয়ার সুযোগ ছিল। নতুন নীতিমালাও এসব প্রতিষ্ঠান যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।