বিএনপির উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আপনারা বড় দল, আপনাদের বড় দায়িত্ব আছে। দিন চলে যাচ্ছে, প্রতিটা দিন এখন মূল্যবান। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে অবশ্যই যেতে হবে। আমাদের মূল কাজ হচ্ছে রাস্তায় নামা। সম্মিলিতভাবে নামতে হবে। এখানে বিএনপির একটা বড় দায়িত্ব আছে। বিএনপিকে আরেকটু চিন্তাভাবনা করে এগোতে হবে। বিএনপির কাছে আবেদন, আপনারা সবার সঙ্গে বসেন। যেভাবেই হোক সবাইকে নিয়ে রাস্তায় নামেন।’
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে মেজর হায়দার বীর উত্তম মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপতি 'এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এ স্মরণসভার আয়োজন করে জেনারেল ওসমানী ফাউন্ডেশন।