সন্ধ্যার স্মৃতিমালা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫১

“আমার স্মৃতিতে অনুপম আর রবীন চট্টোপাধ্যায়/গানে গানে দিন ছিল কি রঙিন/ জাগে স্মৃতি এই রাতটায়…।”


কবীর সুমনের কথা আর সুরে গাওয়া এ গানটি আসলে সদ্য প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানময় জীবনের স্মৃতির মালা।


শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, হিন্দি গানসহ ভারতীয় উপমহাদেশের সংগীতের প্রায় সবকটি ধারায় স্বাক্ষর রেখেছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়।


তিনি গান শিখেছেন যামিনী গঙ্গোপাধ্যায়, ওস্তাদ বড়ে গোলাম আলি, চিন্ময় লাহিড়ী, এ কানন, ডিটি যোগী, গণপত রাও, জ্ঞানপ্রকাশ ঘোষ, এবং সুরেশচন্দ্র চক্রবর্তীর কাছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us