ভেন্যু বাড়ায় ফুটবলারদের স্বস্তি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৭

২০২১-২২ মৌসুমের শুরু থেকেই মাঠ সংকটের কথা বলে আসছিল বাফুফে। বঙ্গবঙ্গু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান থাকায় স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ আয়োজিত হয় কমলাপুরের মেয়াদ উত্তীর্ণ টার্ফে। এরপর প্রিমিয়ার লিগ শুরুর আগে তো এক প্রকার নাটকীয়তার জন্ম দেয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ভালো মানের মাঠ রেখে লিগের প্রথম তিন রাউন্ড খেলিয়েছে টঙ্গী ও মুন্সিগঞ্জের মত বাজে মাঠে। 


যে মাঠে ঠিকমত বল নিয়ন্ত্রণ করা যায় না, সতীর্থকে নিঁখুত পাস বাড়ানো যায় না। ফুটবলারদের মাঝে দেখা গিয়েছিলো হতাশা। তবে তিন রাউন্ড শেষ হওয়ার আগেই হুশ ফিরে বাফুফের। সমালোচনার মুখে পড়ে পূর্ব ঘোষিত ছয় ভেন্যুতেই লিগ আয়োজনের সিদ্ধান্ত নেয়। ভেন্যুর সংখ্যা বেড়েছে তাই স্বস্তি ফিরেছে ফুটবলারদের মাঝে। ফুটবলাররা অনুভব করছেন, এখন অন্তত ভালো ফুটবল খেলতে পারবে তাঁরা। আবার শুধু ভেন্যু বাড়লেই তো চলবে না, মাঠের অবস্থা কেমন সেটা নিয়েও ভাবছেন ফুটবলাররা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us