বিষয়ভিত্তিক বইমেলা যে কারণে জরুরি

সমকাল রবীন আহসান প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৯

আবার ফিরে এলো একুশের বইমেলা। এই করোনা আক্রান্ত পৃথিবীতে অন্য অনেক কিছুর মতো সারা দুনিয়াতেই বন্ধ ছিল বইমেলা। আমাদের দেশে গত বছরে ২০২১ মার্চের শেষে শুরু হওয়া বইমেলা ছিল নিষ্প্রাণ। এবার যে বইমেলাটা শুরু হলো- এটা একটা আশাবাদের জায়গা। গত দুই বছরে বাংলাদেশের যে শিল্প সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত তা হচ্ছে প্রকাশনা শিল্প। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এ খাতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। প্রকাশকরা কি ঘুরে দাঁড়াতে পারবেন এবারের বইমেলায়! আমার মনে হয় সেই সম্ভাবনা আছে।


মানুষ আসলে এক প্রকার ঘরে বন্দি ছিল। গত দুই বছর বইমেলায় সে রকম পাঠক-ক্রেতা না থাকায় এ বছর সবাই পরিবার নিয়ে বইমেলায় আসবেন এবং কিনবেন তাদের পছন্দের বইগুলো। সরকারকে ভাবতে হবে কীভাবে এই মেলার প্রকাশকদের প্রণোদনা দেওয়া যায়। কারণ প্রকাশকরা গত দুই বছরে সত্যি সত্যি বড় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বইমেলায় স্টল ভাড়া কম নেওয়ার কথা চলছে, এটা হলে ভালো। সবচেয়ে ভালো হয়, এক বছর স্টলের ভাড়া না নিলে। বাংলাদেশে গত ৫০ বছরের ইতিহাসের সাংস্কৃতিক লড়াই সংগ্রামের নাম হচ্ছে- আমাদের এই একুশের বইমেলা। মাসব্যাপী এই বইমেলার কারণে এখানে মৌলবাদী সংস্কৃতির বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর যে নতুন চিন্তা ও বুদ্ধিবৃত্তির জাগরণ হয় আমরা বলতে পারি- তার পুরোটাতে এই বইমেলার প্রভাব ছিল, এখনও কিছুটা আছে।


গত ১০ বছরে আমাদের প্রাণের এই বইমেলার রং বেড়েছে। কিন্তু কতটা ভালো বই প্রকাশিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। বইমেলার রং বেড়েছে মানে এখানে শত শত প্রকাশক হয়েছেন। প্রতি বছর ৪-৫ হাজার নতুন বই প্রকাশিত হচ্ছে এই বইমেলাতে। কিন্তু আমরা এ বইমেলা শেষে কতগুলো বইয়ের কথা মনে করতে পারি এবং কতগুলো বই আসলে আলোচনার যোগ্য অথবা পাঠযোগ্য? বইমেলার এই রং বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা হারিয়েছি আমাদের সত্যিকারের প্রাণের বইমেলা!


এই বইমেলাতে খুন হয়েছেন লেখক অভিজিৎ রায়। এ বইমেলা থেকে বই প্রকাশনার দায়ে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করা হয়েছে লেখক-প্রকাশককে। পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে বইয়ের টেক্সট নির্বাচনে। কোন বই মেলায় থাকবে কি থাকবে না, প্রতি বছর তা ঠিক করে দেওয়ার কথা বলে আসলে লেখক-প্রকাশকদের এক ধরনের ভয় দেখানো হচ্ছে। যে তুমি আসলে কী লিখবে, কী প্রকাশ করবে! যে বইমেলা মৌলবাদ সাম্প্রদায়ীকরণের বিরুদ্ধে সোচ্চার ছিল, সেই বইমেলায় নানা নামে ঢুকে পড়েছে মৌলবাদী প্রতিষ্ঠানও। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

শেষ হলো প্রাণের মেলা

বাংলা ট্রিবিউন | বাংলা একাডেমি
২ বছর, ৮ মাস আগে

বই কেনার লোক কম

প্রথম আলো | সোহরাওয়ার্দী উদ্যান
২ বছর, ৯ মাস আগে

বইমেলার সময়সীমা বাড়লো ১৭ মার্চ পর্যন্ত

জাগো নিউজ ২৪ | সোহরাওয়ার্দী উদ্যান
২ বছর, ৯ মাস আগে

বেড়েছে ‘সিরিয়াস’ বইয়ের পাঠক

কালের কণ্ঠ | বাংলা একাডেমি
২ বছর, ৯ মাস আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us