দেহে অবাঞ্ছিত লোম ও চুল অপসারণে লেজার
আমাদের দেশের মানুষের শ্যামলা রঙের ত্বকের জন্য নির্মিত ফ্লুক্স ১০০০ ডায়োড মেশিন অহরহ ব্যবহৃত হচ্ছে, যা ত্বকের কোনো ক্ষতি না করেই ত্বকের গভীরে প্রবেশ করে অবাঞ্ছিত লোম বা চুলকে অঙ্কুরে ধ্বংস করে। অন্যদিকে আধুনিক কুলিং ব্যবস্থা চিকিৎসাকে নিরাপদ ও আরামদায়ক করে তোলে। কিউ-সুইচড এনডি ইয়াগ নামের লেজার দুটি ভিন্ন ধরনের মিশ্রিত রশ্মি সৃষ্টি করে ত্বকের গভীরে অবাঞ্ছিত চুলের ওপর কাজ করে।
বাংলাদেশে ইনটেন্স পালস লাইট নামের লেজার মেশিন রয়েছে, যা একই নিয়মে কাজ করে। কিন্তু তাতে সময় অনেক কম লাগে। কারণ, এর চিকিৎসার ‘স্পট সাইজ’ অনেক বড়। এ ক্ষেত্রে চার সপ্তাহ পরপর চারটি সিটিংয়ের প্রয়োজন হয়। সব পদ্ধতিই ব্যথামুক্ত ও রক্তপাতবিহীন। চুল অপসারণে এটি একটি বিস্ময়কর আবিষ্কার ও কার্যকর চিকিৎসাপদ্ধতি।