বসন্তের প্রথম দিন থেকেই শীত বিদায় নিতে শুরু করেছে। গত তিনদিন ধরে চলা মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেছে। এখন থেকে প্রায় প্রতিদিনই দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। তবে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ এ কে নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, ‘শীত বিদায় নিতে শুরু করেছে। এখন তাপমাত্রা বাড়বে। আগামী রবিবার থেকে বৃষ্টিপাতের ক্ষীন সম্ভাবনা রয়েছে। তবে এই পাঁচদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ’ সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথায়ও কোথায়ও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।