অনেক টাকা ব্যয় করে স্মার্টফোন কিনলেও অনেকে নিম্নমানের চার্জার ব্যবহার করে থাকেন। অথবা স্মার্টফোনের সঙ্গে দেওয়া চার্জার নষ্ট বা হারিয়ে যাওয়ার ফলে কম দামে নিম্নমানের চার্জার কিনে থাকেন। এগুলো স্মার্টফোনকে নষ্ট করার জন্য যথেষ্ট।
এই নিম্নমানের চার্জার এবং কেবল ব্যবহারের কারণে অনেক সময় স্মার্টফোন বিস্টেম্ফারিত হওয়ার মতো ঘটনাও ঘটে। এ ছাড়া স্মার্টফোনের কার্যক্ষমতা কমে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। স্মার্টফোনকে চার্জ করতে বেশি সময় লাগে এবং স্মার্টফোন অত্যধিক গরম হয়ে যায়।