মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর `স্বপ্নের আশ্রয়ন প্রকল্প’-২’ এর অধীনে দেবগ্রাম আশ্রয়ন প্রকল্পের ৫৪জন নারীর তৈরি হস্তশিল্প এখন সারাদেশে।
তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে হস্তশিল্প তৈরির কাজে পারদর্শী হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
তিনি জানান, দুইশত টাকা মজুরি হারে ওই ৫৪জন নারী প্রতিদিন তৈরী করছেন চাদর, লুঙ্গি ও মাফলার।
নারীদের উৎপাদিত হস্তশিল্প স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বাজারজাত করা হচ্ছে এমন দাবি সংশ্লিষ্টদের।