ইউক্রেইনে যে কোনো মুহুর্তে রাশিয়া আক্রমণ করে বসতে পারে- পশ্চিমাদের এমন আশঙ্কার মধ্যে এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেইন ছাড়ার আহ্বান জানিয়েছে।
এ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানির পাশাপাশি অস্ট্রেলিয়া, ইতালি, ইসরায়েল, নেদারল্যান্ডস ও জাপানও আছে বলে জানিয়েছে বিবিসি।
মস্কো ইউক্রেইন সীমান্তে আনুমানিক এক লাখের মতো সৈন্য জড়ো করলেও প্রতিবেশী দেশে হামলার কোনো ইচ্ছা তাদের নেই বলে শুরু থেকেই বলে আসছে।