যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা চালাতে পারে, এমন আশঙ্কা থেকে নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পাঁচটি দেশ। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিনীদের ইউক্রেন ছাড়তে আগেই নির্দেশনা দিয়েছিলেন। তবে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস এজন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।
শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে বলেন, ‘ইউক্রেনে বড় ধরনের সামরিক হস্তক্ষেপের জন্য রুশ বাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। যদিও আমরা ভবিষ্যৎ নিয়ে কিছুই বলতে পারবো না, তবে এটা বলতে পারি, বর্তমানে সামরিক আগ্রাসনের ঝুঁকি অনেকটাই বেড়েছে।’