ক্রিকেটের প্রথম প্রচলন হয়েছিল কোথায়? ইতিহাস বলছে, ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ষোড়শ শতকে খেলাটির উৎপত্তি। এরপর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিস্তারের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের বাইরে, যদিও ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল উনিশ শতকের দ্বিতীয় ভাগে এসে।
বলা বাহুল্য, ক্রিকেটে মৌলিক কতগুলো জিনিসের প্রয়োজন হয়। সবচেয়ে দরকারি অনুষঙ্গ হলো ব্যাট ও বল। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে ক্রিকেট ব্যাটের অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। এটি পেয়েছে নানা আকৃতি। আজকের এ জায়গায় আসতে ক্রিকেট ব্যাটকে পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ। তবে ক্রিকেট বল কিন্তু শুরুতে যেমন ছিল, এখনো প্রায় তেমনই আছে। একটু এদিক-ওদিক হয়েছে, সেটি সময়ের চাহিদা বিবেচনা করেই।