নবীনগরে ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

ঢাকা টাইমস প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পের নামে প্রতারণা করে আসছে হলিস্টিক হেলথকেয়ার নামে একটি টেলিমেডিসিন সংস্থা। ভুয়া ডাক্তার ও ভুয়া চিকিৎসা যন্ত্রপাতি দিয়ে এসব মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। ফ্রি বলে মাইকিং করলেও বিভিন্ন পরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেয় এই প্রতারক চক্রটি। তিনি নিজেকে এমবিএস চিকিৎসক পরিচয় দিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে ঠকিয়ে যাচ্ছে।


বিনামূল্যে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। নাম নাজমুল হাসান, বাড়ি পটুয়াখালী। অভিযোগ রয়েছে. নাজমুল আহসান ও রাবেয়া আক্তার নামে দুজন রোগীদের চিকিৎসা করছে। রাবেয়া ছোট এক যন্ত্রের (থ্রি ডি ডিজিজ প্রেডিকশন ডিভাইস) মাধ্যমে সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন, অন্যদিকে প্রেসক্রিপশন দিচ্ছেন ভুয়া ডাক্তার নাজমুল হাসান। গ্রামের সহজ-সরল গরিব লোকদের কাছ থেকে পরীক্ষা বাবদ ৩০০ টাকা এবং ওষুধের বিনিময়ে ১ হাজার থেকে দেড় হাজার টাকা হাতিয়ে নেয় তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us