ঝুলে আছে অনেক প্রস্তাব, সিদ্ধান্ত নিতেই বছর পার

প্রথম আলো প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৫

পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মাণে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে দুই বছর আগে সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি আইএম পাওয়ার। ইলেকট্রিক ট্রেন নির্মাণে সাড়ে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। রেল খাতে বিশাল এ বিদেশি বিনিয়োগটি এখনো আলোচনার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আইএম পাওয়ারের এ বিনিয়োগ নেওয়া হবে কি না, দুই বছরেও সিদ্ধান্ত নিতে পারেনি রেলপথ মন্ত্রণালয়।


শুধু রেল খাতেই নয়; স্বাস্থ্য, বিদ্যুৎ, এলএনজি টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন খাতে বড় বড় বিদেশি কোম্পানির বিনিয়োগের প্রস্তাব ঝুলে আছে কয়েক বছর ধরে। একটিও আলোর মুখ দেখেনি। এসব বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন সংস্থাটি নিজেদের মতো করে চেষ্টা করেছে বিদেশি বিনিয়োগ বাস্তবে রূপ দিতে। তারাও ব্যর্থ হয়েছে। মন্ত্রণালয়গুলোর অসহযোগিতার কারণে বড় বড় বিনিয়োগ হাতছাড়া হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিডার কর্মকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us