একদল সুইস বিজ্ঞানী কর্তৃক বিকশিত ইমপ্লান্টের বদৌলতে ভেঙে যাওয়া মেরুদণ্ড নিয়েও আবার হাঁটতে পেরেছেন একজন প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি। সম্পূর্ণ ভাঙা মেরুদণ্ড নিয়েও স্বাধীনভাবে হাঁটার নজির এটিই প্রথম।
এই প্রযুক্তি আরেকজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। যার ফলে তিনি বাবা হতে পেরেছেন।
পাঁচ বছর আগে এক মোটরবাইক দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন মিশেল রোকাটি। দুর্ঘটনায় তার মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যায়। অবশ হয়ে যায় তার দুই পা-ই।