বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আগামী মার্চ মাসের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বর্তমানে শূন্যপদের তালিকা সংগ্রহের কাজ শুরু হয়েছে। চলতি মাসে ১৫ হাজার শিক্ষকের বিশেষ নিয়োগের পর চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে আরও ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে জানা গেছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান জাগো নিউজকে বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তির কিছু কাজ এখনো বাকি। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়োগ পাওয়া শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগ দেবেন। এরপর শূন্যপদ পূরণে দ্বিতীয় মেধাতালিকা দেবো আমরা। তিনি বলেন, একদিকে তৃতীয় গণবিজ্ঞপ্তির যোগদান চলবে, তার সঙ্গে এ ধাপে ১৫ হাজার শিক্ষকের শূন্যপদে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। এটি মার্চের মধ্যে শেষ করা সম্ভব হবে। চলতি সপ্তাহে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।