করোনাভাইরাসের যত ধরন (ভ্যারিয়েন্ট), এদের মধ্যে অমিক্রন যে ভিন্ন চরিত্রের, তা এখন স্পষ্ট।
এর মধ্যে আরেক বিস্ময়। চীনের বিজ্ঞানীরা দাবি করলেন, অমিক্রনের জন্ম ইঁদুরের শরীরে। এর প্রমাণ হিসেবে তাঁরা হাজির করলেন গবেষণাপত্রের মাধ্যমে সাক্ষ্যপ্রমাণ। বর্ণনা চাঞ্চল্যকর। তাঁরা বলেন, মানুষের শরীর থেকে এই ভাইরাস প্রবেশ করেছিল ইঁদুরের শরীরে, আবার মানুষের শরীরে, কিন্তু এর মধ্যে ঘটে গেছে অনেক মিউটেশন।
শুরু থেকেই এর চরিত্রের যে ভিন্নতা, অন্য ধরনের চেয়ে আলাদা, তা বোঝা গেল। এর প্রাণঘাতী ক্ষমতা অন্য ধরনের চেয়ে কম, কিন্তু সংক্রমিত করার ক্ষমতা, বিস্তারের ক্ষমতা কয়েক গুণ বেশি।