সাধারণ উপসর্গের মধ্য থেকে করোনার অমিক্রন ধরনের উপসর্গ আলাদা করা অসম্ভব একটা কাজ। প্রথমত, অমিক্রনে আক্রান্ত রোগীদের কাশি, জ্বর ও গন্ধ হারানোর মতো সাধারণ উপসর্গগুলো দেখা যায় না। দ্বিতীয়ত, অমিক্রনে সংক্রমিত রোগীর অনেক উপসর্গ দেখা যায়, যেগুলো একটি অপরটির থেকে বেশ স্বতন্ত্র।
গত বছরের শেষ দিকে প্রথম শনাক্ত হওয়ার পর অমিক্রন ধরন নিয়ে একাধিক গবেষণা হয়েছে। এসব গবেষণায় দেখা যাচ্ছে, যাঁরা অমিক্রন ধরনে আক্রান্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশই পা ও কাঁধে মারাত্মক ব্যথায় ভুগছেন। এ দুই বিষয়কে অমিক্রন ধরনে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে প্রধান উপসর্গ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ব্যথা কতটা গুরুতর
ব্যথা অবিরাম হতে পারে এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যা সংক্রমিত রোগীকে অস্বস্তিতে রাখবে। এ ছাড়া রোগীরা পায়ের অসাড়তা ও দুর্বলতায় ভোগেন। অনেকে কাঁধ শক্ত হয়ে যাওয়া ও ঘাড় অসাড় হয়ে যায় বলেও জানান।