সামান্য কিছু খেলেই পেট ফুলে থাকছে কিংবা প্রায়ই ডায়রিয়ার সমস্যায় ভুগছেন? যদিও পেট খারাপ বিভিন্ন কারণে হতে পারে।
তবে জানলে অবাক হবেন, ওমিক্রনে আক্রান্তরাও এখন এ সমস্যায় ভুগছেন। এ কারণে পেট খারাপ বা ডায়রিয়া হলে সবধান থাকতে বলছেন বিশেষজ্ঞরা।
ওমিক্রন আবার তার রূপ বদল করেছে। ওমিক্রনের বিএ২ উপ-ধরন এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এ কারণে ওমিক্রনে আক্রান্তরাও এখন নানাবিধ সমস্যায় ভুগছেন। কেউ উপসর্গহীন আবার কেউ কেউ ভুগছেন একাধিক সমস্যায়।
বিশেষত ওমিক্রনের ক্ষেত্রে এমন কিছু উপসর্গ দেখা গেছে, যেগুলো প্রাথমিকভাবে কোভিডের উপসর্গ বলে মনেই করা হয়নি। যেমন- ওমিক্রনের ক্ষেত্রে এখন বেশিরভাগ রোগীই পেটের সমস্যায় ভুগছেন, যা আগের রূপগুলোর ক্ষেত্রে ছিল বেশ বিরল।