বেলুচিস্তানে আটকে পড়ছে চীন

প্রথম আলো আলতাফ পারভেজ প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৮

নারী চরিত্র ‘আনারকলি’র কাহিনি বাংলাদেশেও অনেকের কমবেশি জানা। লাহোরে যাঁর সমাধি। যিনি সম্রাট জাহাঙ্গীরের (আকবরপুত্র সেলিম) প্রেমিকা ছিলেন বলে কথিত আছে। অসফল সেই প্রেমের সাক্ষী হয়ে লাহোরে আজও দাঁড়িয়ে আছে আনারকলির স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধের কাছেই দুই শতাব্দীর পুরোনো আনারকলি বাজার। এই বাজারের হাবিব ব্যাংকের শাখায় গেল সপ্তাহে বোমা ফাটিয়ে বালুচ ন্যাশনালিস্ট আর্মির (বিএনএ) গেরিলারা কেবল পাকিস্তানকে নয়, চমকে দিয়েছেন গণচীনকেও।


বালুচদের সশস্ত্র তৎপরতার নতুন তরঙ্গ


পাকিস্তান চার প্রদেশের দেশ হলেও পাঞ্জাব এখনো সব অর্থে চালকের আসনে আছে। বিশেষ করে সশস্ত্র বাহিনীতে পাঞ্জাবের প্রভাব প্রশ্নাতীত। পাঞ্জাবকে অপেক্ষাকৃত সুরক্ষিত প্রদেশও মনে করা হয়। সেই প্রদেশের রাজধানীতে বালুচদের বোমাবাজি পাকিস্তানের জন্য চ্যালেঞ্জই বটে। যদিও এতে কেবল তিনজন মারা গেছে; তারপরও এই হামলা দেশে-বিদেশে মনোযোগ কেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us