গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, অনেক মানুষ বাহবা দেয়। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন চিত্র। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যখন কোনো প্রোগ্রাম দিই তখন লাখ লাখ কেন হাজার হাজার মানুষও আমরা পাই না। সুতরাং আমাদের জায়গা থেকে বাস্তবতা উপলদ্ধি করে কর্মসূচি নিতে হয়।
জাতীয় প্রেসক্লাবে বুধবার এনডিপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক বলেন, মন্তব্য, বিবৃতি, প্রেস রিলিজ অনেক হয়েছে। এখন রাস্তায় নামতে হবে। কোনো একটা দলের দিকে চেয়ে থাকলে হবে না। বিএনপি বড় দল, আন্দোলন–সংগ্রামে আমরাও ফিল করি, তাদের মতো সংগঠিত ফোর্স আমাদের দরকার আছে। কিন্তু বিএনপি যদি একা পারত, তাহলে ১২ বছরে পারত। বিএনপির দিকে বল ছেড়ে না দিয়ে আপনারাও একটু নাড়াচাড়া করেন। দেখেন, কে কোন দিকে নিয়ে যেতে পারেন। গোল আমরাও দিয়ে দিতে পারি।