মহামারীর ধাক্কা সামলে ঘুরে দঁড়ানোর পথে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ভালো মুনাফা পেয়েছে।
বস্ত্র খাতে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ৪৭টি কোম্পানির অনিরীক্ষিত আর্থিক হিসাব মঙ্গলবার পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
তাতে দেখা যাচ্ছে, ৩৩টি কোম্পানি অক্টোবর-ডিসেম্বর সময়ে আগের তুলনায় ভালো মুনাফা করেছে।