পুলিশ নিয়ে রাজপথে মাঝরাতের বাহাদুরি প্রতিবেদনে যা পড়লাম তাতে মনে হয় আইন নিজের গতিতে চলছে না; বিত্তবানদের ফোনে-ফোনে চলছে। পুলিশ কিছু করতে পারছে না। এই না-পারাটা তাঁদেরও গা সওয়া হয়ে গেছে। বিষয়টি সবার সামনে তুলে ধরার প্রয়োজন অনেক আগেই ছিল, কিন্তু কেউ তা করছিলেন না। তুলে ধরবেন কে? গণমাধ্যমকেই এ দায়িত্ব নিতে হবে। অন্তত আমরা সাধারণ মানুষ যারা চাকরিবাকরি করে সংসার চালিয়ে কোনোমতে জীবন পার করতে চাই, তারা তাই-ই ভাবব। আজকের পত্রিকা এবং তাদের প্রতিবেদক শাহরিয়ার হাসান এ দায়িত্বটি পালন করেছেন বলে ধন্যবাদ জানাই।
‘রাজপথে মাঝরাতের বাহাদুরি’ প্রতিবেদনটিতে উঠে এসেছে কেমন করে আমাদের রাজধানীর কয়েকটি এলাকায় অনেকেই রাতে দামি গাড়ি নিয়ে বের হয়ে ‘ড্র্যাগ রেইস’ নামে খুব জোরে গাড়ি চালানোর এক প্রতিযোগিতা করেন। প্রতিবেদনটি ছাপা হয়েছিল আজকের পত্রিকায় গত ১২ জানুয়ারি।