ই-কমার্সসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে তদারকির জন্য একটি স্বতন্ত্র ব্যবসা পরিচিতি নম্বর (ইউনিক বিজনেস বা ইউবি আইডি) চালু করতে যাচ্ছে সরকার। যা আগামী ৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু করবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের উপসচিব (ডিজিটাল কমার্স সেল) মুহাম্মদ সাঈদ আলী গণমাধ্যমকে বলেছেন, আগামী ৬ ফেব্রুয়ারি ইউবি আইডি চালুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে চালু হবে। তবে করোনার কারণে অনুষ্ঠানটি ভার্চুয়ালি করার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।