ব্রাজিলের সাও পাওলোতে গত শুক্রবার থেকে ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে সাত শিশুসহ ১৯ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও নয়জন আর নিখোঁজ রয়েছেন চারজন। প্রায় পাঁচশ মানুষ অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। রোববার (৩০ জানুয়ারি) দেশটির জন নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া রোববার (৩০ জানুয়ারি) বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রায় তিন কোটি মার্কিন ডলার সহায়তার আশ্বাস দেন।