কী মধু শিল্পী সমিতির নির্বাচনে?

ঢাকা পোষ্ট হাবীব ইমন প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৮:৪৫

এক. 
অনেকগুলো পেশাজীবী সংগঠন রয়েছে। প্রতিবছরই এসব সংগঠনের নেতৃত্ব নির্বাচন হয়। এ নির্বাচনের উত্তাপ সাধারণ মানুষের মধ্যে খুব একটা দেখা যায় না কিংবা ছড়ায় না। কিন্তু এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সবার মধ্যে আগ্রহ-উত্তাপ দেখা গেছে। মনে হচ্ছিল, জাতীয় রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের হাওয়া উড়ছে। কেন এই আগ্রহ, কেন এত মাতামাতি? এ প্রশ্নের সঠিক কারণ আমার কাছে নেই। অথচ একই দিন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনও হয়েছে।


সেটা নিয়ে কিন্তু এত আলোচনা হয়নি। তাহলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এত আলোচনা কেন। ‘আসল ঘরে মশাল নাই ঢেঁকিঘরে চাঁদোয়া’—ভীষণ গুরুত্বপূর্ণ কাজ ফেলে মানুষ যখন অপ্রয়োজনীয় কর্মকাণ্ডে বেশি মনোযোগী হয়, তখন এই প্রবাদটি ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন ঘিরে চলচ্চিত্রের সঙ্গে জড়িত ও সাধারণ মানুষের মাত্রাতিরিক্ত আগ্রহ দেখে আমার এই প্রবাদটি মনে পড়ে গেল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us