চট্টগ্রাম শহরে শৈশব কেটেছে তাঁর। পাহাড়, সমুদ্র দেখে দেখে বড় হয়েছেন অভিনেত্রী জাহারা মিতু। প্রথমবার চাষের জমিতে নামলেন তিনি। খেতের কাদাপানিতে লাফালাফি করেছেন মনের আনন্দে। তাঁর এই নতুন অভিজ্ঞতার সাক্ষী ছিলেন শত শত উৎসুক দর্শক। আনন্দে মাতোয়ারা নায়িকা ঠিক করেছেন, এরপরে কাদাপানি দেখলেই নেমে কাদায় গড়াগড়ি করবেন।
জাহারা মিতু বলেন, ‘যান্ত্রিক জীবনের বাইরে এবারই গ্রামের কাদাপানিতে লাফালাফি করলাম। এটা আমার জীবনের সেরা অনুভূতি। বারবার মনে হচ্ছিল, ইশ্! কেন আগে কাদায় নামিনি। এই শুটিংয়ের এক দিন আগেই আমার পা মচকে যায়। সেই পা নিয়েই কাদায় নেমেছিলাম। এত ভালো লেগেছে যে মচকানো পায়ের কথা ভুলেই গিয়েছিলাম। আমরা যে মাটির তৈরি, সেটা আবার মনে হলো। সেই অনুভূতিই পাচ্ছিলাম। কাদামাটিতে কী যে শান্তি, এটা মাটির কাছে গেলেই বোঝা যায়। এরপরে যদি গ্রামে যাই, এমন পরিবেশ কাদায় নামতে ভুলব না।’