এখন যে আক্ষেপ নিয়ে আল্লাহকে ডাকেন আনোয়ারা

এনটিভি প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৫৫

ষাট দশকে ঢাকাই সিনেমায় আগমন ঘটে আনোয়ারা জামালের। নৃত্যশিল্পী হিসেবে অভিষেক, এর পর নায়িকা। সবশেষ আলোচিত হয়েছেন মায়ের চরিত্রে অভিনয় করে। পেয়েছেন আট বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।


এমন সময় গেছে ঢাকাই সিনেমার, মায়ের চরিত্রে আনোয়ারা ছাড়া অন্য কাউকে বিকল্প ভাবা যেত না। ঢাকাই সিনেমায় ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সেই আনোয়ারা এই সময় কেমন আছেন?


এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় এই বরেণ্য অভিনেত্রী জানিয়েছেন, কিছুদিন আগে স্বামীকে হারিয়েছেন, সে কারণে সময়টা ভালো যাচ্ছে না তাঁর। আর কাজের প্রসঙ্গে তিনি বলেছেন, তিনি এখন আর সিনেমা করেন না।


সেখানেও আছে আক্ষেপের সুর। আনোয়ারার ভাষ্যে সেটা এমন, ‘আমার (মনমতো) চরিত্র না পেলে আমি করব না। আমাদের যত বয়স বাড়বে... তাঁদের জন্যও গল্প আছে। আমাদের এ দেশে সেটা হয় না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us