বড় ধরনের ব্ল্যাকআউটের পর এশিয়ার তিনটি দেশে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কিরগিজস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মঙ্গলবার অনির্দিষ্ট দুর্ঘটনার পর এটি ঘটেছে।
কিরগিজস্তান ও উজবেকিস্তানের রাজধানী এবং কাজাখস্তানের অর্থনৈতিক কেন্দ্র আলমাটিতে স্থানীয় সময় দুপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গণমাধ্যমে এবং সরকারি কর্মকর্তারা বলছেন, ব্ল্যাকআউট তিন দেশের প্রদেশগুলোতে বহুদূর পর্যন্ত প্রসারিত হয়েছে।