টাকা ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ই-অরেঞ্জ গ্রাহকরা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ১৭:৫২

নিজেদের কষ্টার্জিত টাকা দ্রুত ফেরত পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপের গ্রাহকরা। প্রতিষ্ঠানটির কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে অনতিবিলম্বে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে মিরপুর-১ নম্বর গোল চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এসময় অন্য ই-কমার্সের মতো ই-অরেঞ্জের গ্রাহকদের টাকা ফেরত দিতে পদক্ষেপ নেওয়া ও সোহেলকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। ভুক্তভোগী গ্রাহক আফজাল হোসেন বলেন, অন্যান্য ই-কমার্সের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হলেও ই-অরেঞ্জের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে কি না জানতে চাই? তিনি বলেন, মাশরাফি ভাইকে দেখে আমরা ই-অরেঞ্জ থেকে পণ্য ক্রয় করেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
৯ মাস, ৪ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us