হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। তার বিখ্যাত সব চরিত্রে মধ্যে জেমস বন্ড অন্যতম। তিনি বর্তমান সময়ে জেমস বন্ড হিসেবেই বেশি খ্যাতি লাভ করেছেন। ২০০৬ সালের ক্যাসিনো রয়াল চলচ্চিত্রের মাধ্যমে তিনি বন্ড চরিত্রে অভিনয় শুরু করেন।
জেমস বন্ড চরিত্রের ৬০ বছর উপলক্ষে নির্মিত ‘নো টাইম টু ডাই’ সিনেমাতেও তিনি হাজির হয়ে দর্শক মাতিয়েছেন। ছবিটি গেল বছরের শেষ দিকে মুক্তি পেয়ে দুনিয়াব্যাপী ঝড় তুলে।