মধুপুর শালবনে শিল্পপার্ক স্থাপনে পিছু হটলো বিসিক

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১১:৩৭

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়ায় টাঙ্গাইলের মধুপুর শালবনের সংরক্ষিত বনভূমিতে ২১৪ একরের শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ থেকে সরে এসেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।


এ তথ্য নিশ্চিত করে বিসিকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রাশেদুর রহমান বলেন, "পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র না দেওয়ায়, ওই নির্ধারিত জায়গা শিল্পনগরী স্থাপন করা হবে না।"


তিনি বলেন, "ফল প্রক্রিয়াকরণ শিল্পপার্ক স্থাপনে নতুন জায়গা নির্বাচনেমধুপুর এলাকা সরেজমিনে পরিদর্শন করা হবে। আগামী মাসের মধ্যে একটি টিম ওই এলাকা পরিদর্শন করে সুবিধাজনক জায়গায় নির্বাচন করবে, যাতে পরিবেশ বা শালবনের ক্ষতি না হয়।"


মধুপুর অঞ্চলে ফল প্রক্রিয়াজাতকরণের জন্য জায়গা খূঁজতে আগামী এক মাসের মধ্যে একটি পর্যবেক্ষনকারী দল সেখানে যাবে। এক্ষেত্রে পরিবেশ এবং বনের সুরক্ষার কথা মাথায় রাখা হবে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us