করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তারের মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখা হবে কিনা তা নিয়ে আজ সিদ্ধান্ত হবে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
দেশের খ্যাতনামা ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমরা আজ (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসব। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।"
তিনি আরও বলেন, বর্তমান ভ্যারিয়েন্টে সংক্রমণের হার বেশি, তবে সাম্প্রতিক সংক্রমণ আগের ওয়েভগুলোর তুলনায় কিছুটা মৃদু। এভাবে মৃদু সংক্রমণ থাকলে এবং মৃত্যুর হার কম থাকলে মন্ত্রণালয় একাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে পারে।